নদ-নদীঃ চিরিরবন্দর মূলত কাঁকড়া নদীর তীরে অবস্থিত। আত্রাই ও ইছামতি নামে আরও দুটি নদী এই উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
কাঁকড়া নদীঃ আত্রাই নদীর শাখা কাঁকড়া। অত্র উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রাম ও দুমুখা নামক স্থান হতে আত্রাই নদীর শাখা কাঁকড়া নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয় এবং মোহনপুর নামক স্থানে আত্রাই নদীর সঙ্গে পুনরায় মিলিত হয়ে ভারতের পশ্চিম বঙ্গে প্রবেশ করে।
আত্রাই নদীঃ দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের শেষ প্রামত্ম দিয়ে চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের প্রবেশ করে। এই নদীটি মূলত দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলাকে বিভক্ত করে। নদীটির পশ্চিম প্রামত্ম দিনাজপুর সদর ও পূর্ব প্রামত্ম চিরিরবন্দর উপজেলার আওতাভুক্ত।
ইছামতি নদীঃ এই নদীটি খানসামা উপজেলার দক্ষিণপূর্ব প্রামত্ম দিয়ে চিরিরবন্দর উপজেলার উত্তর পূর্ব প্রামেত্ম প্রবেশ করে রাণীরবন্দর, বিন্যাকুড়ী এবং বেলতলী হয়ে কুতুবডাঙ্গার পাশ দিয়ে দক্ষিণণে প্রবাহিত হয়ে ভারত সীমামেত্ম প্রবেশ করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS