ইতিহাস-ঐতিহ্য
খাদ্যসশ্যউৎপাদনেদিনাজপুরজেলারসমৃদ্ধউপজেলাগুলোর মধ্যে চিরিরবন্দর একটি অন্যতম উপজেলা। ১৯১৪ সালে চিরিরবন্দর থানা গঠিত হয়। বৃটিশ আমলে এ উপজেলাধীন চিরির নদীতে বড় বড় নৌকায় করে সওদাগররা তাদের ব্যবসার মালামাল আনানেয়া করত এবং ব্যবসা করত। ব্যবসার কারনে এখানে একটি বন্দর গড়ে উঠে। নদীর নামানুসারে এ বন্দরটির নাম হয় চিরিরবন্দর। কালক্রমে এ বন্দরের নামানুসারে এ মৌজাটি চিরিরবন্দর নামে পরিচিতি লাভ করে মর্মে জানা যায়।বাংলাদেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার আওতাধীন চিরিরবন্দর উপজেলা।ঐউপজেলার ইতিহাস আছে, ঐতিহ্য আছে আছে নিজস্ব স্বকিয়তা ও বৈশিষ্ট্য।প্রশাসনিক পূণঃবিন্যাস কার্যক্রমের আওতায় পুলিশি থানা ব্যবস্থাকে মান উন্নীত থানা হিসেবে প্রশাসনের কার্যক্রম শুরু হয় ০৭ নভেম্বর ১৯৮২-তে। এই দিন ৪৫টি থানা উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। Lord warren Hastings 1774 এর এপ্রিল-এ থানা নামক যে প্রতিষ্ঠান চালু করেন ২০৮ বছর পর তা নুতন নামে অর্থাৎ উপজেলা নামে যাত্রা শুরু করে। ১০টি পর্যায়ে মান উন্নয়ন সম্পন্ন হয়, চিরিরবন্দর ৫ম পর্যায়ে মান উন্নীত উপজেলা হিসেবে ১৯৮৩ সালে ২রা জুলাই কার্যক্রম শুরু করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS