উনিশ’শ একাত্তর সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অর্জনের মাধ্যমে দক্ষিন এশিয়ার বাংলা ভাষা-ভাষী এই ভূ-খন্ডটি তার নিজ অবস্থান খুঁজে পায়। বিংশ শতাব্দীর অতিক্রমে একবিংশ শতাব্দী তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় সার্বভৌম বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে থাকার নতুন আশার আলোয় চমকিত হয়ে উঠে। প্রশাসন ব্যবস্থা জনমূখী আর সরকারের ঐকান্তিক প্রয়াস-সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া। পৃথিবী অনেক উম্মুক্ত। তথ্য অবারিত- তারই ধারাবাহিকতায় চিরিরবন্দর ওয়েব পোর্টাল সদাসয় সরকারের ঐকান্তিকতা আর ইচ্ছার প্রতিফলন। উপজেলা প্রশাসন চিরিরবন্দর জনগণের সেবার ব্রতে সদা সচেতন, স্মৃতি- অনুভূতি, জ্ঞানবুদ্ধি, আনন্দ-বেদনা ইত্যাদি সবার সাথে সহভাগিতা করার জন্য আন্তরিক।
উপজেলা নির্বাহী অফিসার
চিরিরবন্দর,দিনাজপুর।
ই-মেইল-unochirirbandar@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস