শিরোনাম
চিরিরবন্দরে মন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
বিস্তারিত
দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। চেক বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবু হান্নান মোঃ সাদেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়ুবর রহমান শাহ্, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরীন জাহান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমানসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী যুব উন্নয়ন অধিদফতর থেকে ১১জনকে ৩ লাখ ৫২ হাজার টাকার ঋণ বিতরনের চেক ও সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রবীণ শিল্পী রিয়াজ উদ্দীন সরকারকে আর্থিক অনুদানের চেক এবং চিত্রাংকন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করেন। এছাড়াও মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।(দৈনিক করজোয়া ১৬/৮/২০১৩)