একটি সুপ্রাচীনবিশাল বাজার এর বট গাছটি দেড় শতাধীক বছরেরও পুরাতন। শুক্রবার ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন এ বাজারে হাট বসে। আশে পাশের প্রায় সকল ইউনিয়ন থেকে হাটুরে জনগণ এ বাজারে হাট করতে আসে। এতে হাটের দিন প্রায় লক্ষাধীক লোকের সমাগমঘটে।
Share with :