Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

চিরিরবন্দর কাকড়া নদীর রেলব্রীজ

চিরিরবন্দর রেল স্টেশন হতে এটি প্রায় ৩০০ ফিট দুরে অবস্থিত। জায়গাটি খুব সুন্দর ও মনোরম পরিবেশ। স্থানটি দেখার মতো। বর্তমানের বেইলী ব্রিজটির পরিবর্তে কনক্রিট এর ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটি জেলা শহর দিনাজপুর এর সাথে উপজেলা শহর চিরিরবন্দর ও পারবর্তীপুর এর প্রধান সংযোগ ব্রিজ। নদীটিতে বারোমাস এ পানি থাকে। তবে শুকনো মৌসুমে পানি কম থাকায় চিরিরবন্দর ও পারবর্তীপুর উপজেলার প্রয়োজনীয় অধিকাংশ সব ধরণের বালী এখান থেকে উত্তোলন করা হয়। এছাড়া এই নদীর আশে পাশের জেলেরা এখান থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে।