প্রাথমিক বিদ্যালয়টি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ২নং সাতনালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাতনালা মৌজায় অবস্থিত ।বর্তমানে বিদ্যালয়টি ১টি পাকা ভবনে মোট ৩টি শ্রেণীকক্ষ এবং একটি অফিস কক্ষ আছে । চিরিরবন্দর উপজেলা পরিষদ থেকে ২২ কিলোমিটার উত্তর পূর্বে এবং২নং সাতনালা ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটার দক্ষিন দিকে বিদ্যালয়টি অবস্থিত ।
এই এলাকাটি শিক্ষার অনগ্রসর ছিল । এই উপলব্ধি থেকে এই এলাকারই শিক্ষানুরাগী ব্যাক্তি আব্দুল হাই বিভিন্ন ব্যক্তির সহায়তায় এই বিদ্যালয়টি সর্ব প্রথমে পর্বত পাড়ায় ১৯৯২ সালের ইংরেজি সালে স্থাপন করেন ।প্রথমে এটি একটি বেড়ার ঘর দিয়ে এবং টিনের ছাউনি দিয়ে পথ চলা শুরু করে ।এর পরে ১৯৯৬-১৯৯৭ ইং সালে বিদ্যালয়টি পাকা ভবনে নির্মিত হয় । বিদ্যালয়টির গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরন করা হয় ব্যাক্তি প্রসন্ন কুমার রায় ৩৩ শতাংশ জমি অএ প্রতিষ্ঠানে দান করেন ।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
তপন কুমার রায় | ০১৭৭৪২৯৫২৪৭ | nomail@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
সাহার বানু | 0 | nomail@gmail.com |
মোটছাত্র/ছাত্রীসংখ্যা-
১মশ্রেনী-৩৫জন
২য়শ্রেনী-৩০
৩য়শ্রেনী-৩৫
৪র্থশ্রেনী-২৫
৫মশ্রেনী-১৫
জোতসাতনালাকালিতলাসরকারীপ্রাথমিকবিদ্যালয়
প্রধানশিক্ষক-তপনকুমাররায়
মোবাইলনং-০১৭৭৪২৯৫২৪৭